Saturday, January 27, 2007

হাওয়াই মিঠাই

আবার
বরাবরের মতো বাধাহীন রোদে
ডালাপালা শুকিয়ে লাকড়ি হবে
ভবে ভাবের ছেনালী হালাল
ছাল-বাকলা পুড়ে ন্যাড়া
বেলতলায় কোয়ান্টাম ফলোথ্রু

3 comments:

  1. সুমনে ব্লগস্পটে আপনার সামহোয়ার ছাড়ার চিন্তার কথা বলতে দেখলাম। আমরা দেশে থেকে যদি এখনো সরকার বিরোধী লেখা লিখতে পারি, আপনাদের তো কোন অসুবিধা নাই! প্রতিবাদে ছাড়া কোন সমাধান মনে হচ্ছে না। লেখাগুলো একটু ঘুরিয়ে লিখলেই হয়, মনে হয় না বাঞ্চোত সরকারী আমলারা কিছু বুঝতে পারবে। সরকারের স্ট্রাটেজি হইতেছে হুদাহুদিই একটা ভীতি তৈরী করা!

    ReplyDelete
  2. ধন্যবাদ সুমন। ফায়ার আপ। লেখা চলবে এখানে।

    কৌশিক,
    জিমেইল পাঠান। এখানে স্বাধীনভাবে লেখা হবে।

    ReplyDelete
  3. লেখা চলবে ।
    তবে সামহোয়ার ছাড়ার কথাটা ঠিক রিউমারের কারণে বলি নাই । গত ১৫ ঘন্টার পরিস্থিতিতে মনে হইতেছিল সামহোয়ার ইন মনে হয় উইঠা গেলগা.....এখন দেখতাছি আবার ফ্রন্ট পেইজ চালু হইছে ।

    ReplyDelete