Saturday, January 27, 2007

বায়োস্কোপ

তারপর দেখি কাউয়া ঠোকর দেয় !
অথচ ধনেশ পাখিরা পাতি হাঁস সেজে
প্যাঁক প্যাঁক করে -
দেঁতো হাসে এন্থুসিয়াস্টিক মাছরাঙা,
খানিক চাঙা হতেই শীর্ষাসন
বা পায়ের কড়ে আঙ্গুলে
ভগবতীর বৃন্ত নাড়াচাড়া

11 comments:

  1. আমাদের অলটারনেটিভ খুঁজে বের করতে হবে। অরুপ নাকি নতুন কি একটার কথা কইছিল!

    ReplyDelete
  2. অপুর তো খবর নাই ৭ দিন ধইরা...নতুন সংসার...

    ReplyDelete
  3. কিন্তু আমি কিভাবে পোস্টাবো "আমার পাছামুখ কথা বলে"?

    ReplyDelete
  4. কৌশিক,
    আড্ডাবাজ আপনারে যদি ইনভাইটেশন লিঙ্ক পাঠাইয়া থাকে তাইএল সেইখানে ক্লিক কইরা অগ্রসর হন...

    ReplyDelete
  5. kon invitation bodda? ami to vabtasilam kisu post korte hoile addabaj bhaire pathaite hoibo.

    ReplyDelete
  6. আমি তো নেমতন্নতে এমন কিছু দেখলাম না!

    ReplyDelete
  7. Need gmail addresses. I sent invitation to Dhushor. Needs Kowsheek's gmail address. Thanks!!

    ReplyDelete
  8. আমার মনে হয় সামহোয়ারের মেইন পেইজ কতক্ষণ আছে তার এযহেতু ভরসা নাই তাই এই পেইজটাও চালু রাখতে হইবো । সামহোয়ারে যতক্ষণ লেখা যায় ততক্ষণ তো আছিই ।

    ReplyDelete