Monday, May 7, 2007

দেশে ফিরতে আমার ভয় কিসের?


সৌজন্যে: থাডর্ আই
আমি জাতির জনকের মেয়ে বাংলাদেশে ফিরে যেতে আমার কোন ভয় নেই বলে মন্তব্য করেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন আমার সাথে আল্লাহ আছেন, সেই সাথে রয়েছে আমার বড় শক্তি দেশের জনগন। তাই আমি কোন ভয়ে ভীত নই ।

ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমান বন্দর ত্যাগ করার প্রাক্কালে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। গত ২৩ এপ্রিল ব্রিটিশ এয়ার ওয়েজ কত্বৃক শেখ হাসিনাকে বোর্ডিং পাস না দেয়ায় ফিরে যান শেখ হাসিনা। তবে এবার তার সফর সঙ্গী হচ্ছেন বেশ কিছু নেতা কর্মী। যুক্তরাষ্ট্র, আমিরারত , হল্যান্ড ও ইংল্যান্ডের প্রায় ২০ জন নেতা কর্মী আওয়ামী সভানেত্রীর সফর সঙ্গী হচেছন।

দেশের এই জরুরী অবস্থা এবং ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকার পরও কেন এত নেতা কর্মী নিয়ে দেশে যাচ্ছেন প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন নেতা কর্মীরা তাদের নিজের দেশে যাচ্ছে এতে দোষের কি আছে ?

সুত্র জানিয়েছে বিমান বন্দরে শেখ হাসিনাকে ভিভিআইপি মর্যাদা নিশ্চিত করা এবং ইত্তিহাদ এয়ার ওয়েজের বোডিংপাসের ব্যপারে অনেক আগেথেকেই প্রস্তুতি নেয়া হয়েছিলো। শেষ বারের মতো বিদায় জানাতে অসংখ্য নেতা কর্মী বিমান বন্দরে ভির জমান। বিদায় মূহুর্তে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার ছেলে এবং কন্য টিউলিপ বিমান বন্দরে উপস্থিত ছিলেন। ৭ মে বাংলদেশ সময় বিকাল ৪ টা ৩০ মিনিটে শেখ হাসিনা ঢাকা অবতরন করবেন।

No comments: