Wednesday, December 19, 2007

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রহসন!

বাংলাদেশের স্বাধীনতার ৩৬ বছরে হঠাত করে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে তুমুল আবেদন আন্দোলন চলছে তা আমাদের স্মরণকালে বিরল। রাজনৈতিক দল ও নির্বাচনে সংস্কারের সূত্র ধরেই যুদ্ধাপরাধী রাজাকার জামাতীদের বিচারের কথা প্রথম উঠে আসে। এখন তা জনপ্রিয় দাবী হিসেবে রুপ নিচ্ছে। এমন অভাবনীয় সাড়া প্রত্যক্ষ করেও সরকার বেশ অবিচল ও নির্বিকার ভাব নিয়ে আছে। এখন পর্যন্ত এ ব্যাপারে সরকারীভাবে কোন বিবৃতি চোখে পড়েনি। তবে জামাতের মুখপাত্র ও আইন উপদেস্টা ব্যরিস্টার মঈনুল হোসেন এই দাবীর মধ্যে তত্বাবধায়ক সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার গভীর ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছেন। ....বাকী অংশ পড়তে হলে এখানে ক্লিক করুন।

No comments: