Saturday, February 10, 2007

গোলাম আজম অ ভাষা আন্দোলন

প্রিয় ব্লগারুগন,
শুভেচ্ছা জানবেন ।
ভাষা আন্দোলনে গোলাম আযমের সংশ্লিষ্টতা সংক্রান্ত মিথ্যাচার নিয়ে লেখা দরকার । আমি দেশের বাইরে থাকায় যথেষ্ট তথ্য আমার হাতে নেই । যারা দেশে আছেন তাদের কেউ কি তথ্যপুর্ন লেখা উপস্থাপ্ন করবেন?

আমি যতটুকু জানিঃ

১। গো আঃ ৪৮-৪৯ এ জি এস ছিলো । সে সময়ে ছাত্রদের ভোটে নয়, সরকারের মনোনয়নে ভিপি , জিএস হতো ।সে কারনে মুল আন্দোলন কারীরা এদের কে সরকারের চর হিসেবে সন্দেহ করতেন ।

২। যে স্মারকলিপির কথা বলা হয় সেটা ছিলো মুলতঃ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দাবিদাওয়া সংক্রান্ত । তবে শেষের দিকে বাংলাভাষার কথা ছিলো,শিক্ষার মাধ্যম হিসেবে উর্দুর পাশাপাশি বাংলাকে রাখা ।

৩।মুল আন্দোলনের সময় গোলাম আযমদের কোন উপ্সথিতি বা কার্যক্রম ছিলোনা ।


কিন্তু এই মুহুর্তে ডিফেন্ড করার মতো কোনো তথ্যসুত্র খুঁজে পাচ্ছিনা ।

আপনারা কেউ কি একটু দেখবেন?



ধন্যবাদ সহ

হাসান মোরশেদ ।

2 comments:

Addabaj said...

এই প্রশ্নগুলোর সাথে শোহেইল মতাহির চৌধুরীর এই লেখাটা বেশ তথ্যবহুল মনে হয়। ভাষা সৈনিক হিসেবে গো আযমকে প্রতিষ্ঠার জন্য জামাতীদের উতসাহের ঘাটতি নেই। তবে সেসময় গো আ ছাএদেরকে সংগঠিত করেছেন এমন কোন প্রামান্য তথ্য কেউ দেখাতে পারবে না। পড়ে দেখুন: http://www.somewhereinblog.net/durerjanala/post/16149

ব্লগ সম্পাদক said...

এ বিষয়টা নিয়ে আমাদের বি্স্তারিত গবেষণা করা উচিত।