Tuesday, February 6, 2007
ইসলামী ওয়াজ-১
আবার শুরু হয়েছে ইসলামী ওয়াজের মওসুম। বড়ো মুনাফার ব্যবসা। ঐ দুনিয়াতে কি হবে তা জানি না, কিন্তু এই দুনিয়ায় ইসলাম বেচে যে অনেকেই ক্ষমতার সোওয়াদ নেয় তা চোখের সামনেই দেখছি। কাগজওয়ালা ফেরীওয়ালার মতো ইসলাম বেচে যাদের রুজি রোজগার তারা অন্তত: ধর্মবোধের প্রসার ঘটায় না। গত ৫ বছরে এদের ধর্মের ইসলাম কায়েমের জন্য কয়টা বিল যেন সংসদে এনেছিল, ভুলে গেলাম। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস সংবিধানে যোগ দিলেই মুসলমান হয়ে যাবে, আর এর আগ পর্যন্ত সব মুসলমানি ছাড়া ছিল এধরণের আহাম্মকি কথা এদের মুখে সত্যি সুন্দর মানায়। যখনই রাজনীতির দুয়ার বন্ধ থাকে তখনই শুরু হয় ওয়াজের মওসুম। দেশী বিদেশী সাঈদীদের এখন বড্ডো চাহিদা। এ ধরণের ভন্ডামী করেই এরা চালায় ইসলামী আন্দোলন। শুরু করে ইসলামের নামে হানাহানি। ধর্ম তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সাইনবোর্ড লাগিয়ে প্রকাশ ও প্রসারের বিষয় নয় । আপনার মনে ও চিন্তায় আপনি আল্লাহ ও আল্লাহর রাসুলকে কতোটা মানেন ও পালন করেন তার কৈফিয়ত জাতীয় সংবিধানের প্রেসক্রিপশন অনুযায়ী কি দিতে হবে? এটাই হচ্ছে রাজনৈতিক ইসলামের স্বরুপ। ইসলামী বিপ্লবের ধান্ধা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। কিন্তুধর্মনিরপেক্ষতা যে মৌলবাদী ব্যবসার মূলে আঘাত করে এর জন্যই এর বিরুদ্ধে মৌলবাদীদের আর্তনাদ অনেক সোচ্চার হয়। সেই আর্তনাদের কিছু নজীর চোখের সামনেই দেখতে পাচ্ছি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment