Saturday, January 27, 2007

অধোগামী দিনের পঞ্জিকা

১।
দরজায় কাঠ-ফুল খোদিত গভীর;
কাল রাতে ভালো ঘুম হয়নি কবির;
বাইরে বৃক্ষের সার কুয়াশায় শাদা;
ধুমল নদীর জলে স্থির এক গাধা;-
এই, শুধু এইই আজ--ছবি ও ছবির ।


২।
কিছুদিন থেকে চিঠি পাচ্ছি ক্রমাগত;
বাড়ি ফিরতে রাত হয়; সহবাসে রত
দেখি সাপ ও বেজি; উধাও বিদ্যুত;
প্রতিটি চিঠির কথা একই এ অদ্ভুত--
অন্ধকারে জ্বলজ্বল--'নত, সব নত ।'


৩।
রক্ত ,বসা,হাড়,পাখি,স্বপ্ন, ক্ষত,সাপ
আকাশ,প্রান্তর,ঘোড়া,বৃক্ষ,পদচ্ছাপ ।
বৃত্তের ভেতরে বিন্দু,নদীতে না ঢেউ--
এমন কাফন কবে দেখেছিলো কেউ ?
স্বপ্নের ভেতরে পুঁজ বেরুবার চাপ ।


[ বাংলাদেশের এক কবি'র কবিতা --- যে বাংলাদেশ দখল হয়ে গেছে ]

4 comments:

Addabaj said...

Thank you.

suman said...

কিছুই অচেনা নয়...

Anonymous said...

ভালই লাগছে প্রিয় ভাইয়ের উদযোগ। চালিয়ে যান।

কৌশিক আহমেদ said...

আমার ব্লগটাকে এ্যাড করে নেবেন দয়া করে। একটা ব্লগ থেকে সবাই পোস্ট করতে পারবে এমন কি কিছু করা যায়?