Monday, January 29, 2007
বুঝতাছি না !
তাইলে কাহিনি কি দাড়াইলো ? ভোটার লিস্টি করা লাগবো বুঝলাম । তাতে নয়া ফতোয়া মোতাবেক চুপ থাকা লাগবো । থাকলাম । কিন্তু থাকার পরে? ভোটার লিস্টি কি হইবো? কবে হইবো ? কেমনে হইবো ?ছবি তুলতে নাকি টেকা দেওয়া নাগবো । তাইলে পেত্থমেই বস্তিবাসী বাদ । পাহাড়িরাও বাদ । গ্রামের বহুলোকেও বাদ । আর যদি টেকা নাও নেওয়া হয় তাইলেও আমাগো সুসভ্য আমলাতন্ত্রের নিজস্ব দক্ষতায় পুরা কাহিনি শেষ হইতে হইতে গল্প শুরু হইয়া যাইবোগা । আর যদি দুর্ণীতি দমন করার লাইন ধরে তাইলে তো পুরা মারে আল্লায় রাখে কে কাহিনি ।সুতরাং কাহিনি বুঝতে গেলে প্রশ্ন করার একটা জায়গা তো থাকা লাগবো ।চুপ থাকতে কইলে তো পেশা সর্ম্পকে ভূল ধারণা হয়।ঠিকঠাক কনতো আপনার মনের কথা কি?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
সাধক,
মনে হচ্ছে ঘটনা অতি কঠিন। চাইয়া চাইয়া খালি দেখ...
চুপ আর থাকলেন কই!
তবে যেহারা অদল বদল চলতেছে তাতে ভবিষ্যত নিয়া আমার চিন্তা হইতেছে।
Post a Comment