কবি: অমি পিয়াল
জলপাইয়ে অনেকে টকটক গন্ধ খোঁজে
আমি তো পাই ভিন্ন সুঘ্রান
কনকনে হাড় কাঁপানো হিমে
জলপাই তেল গায়ে মেখে ওম পোহাই
শরীরের টুটোফাটা খুব জব্দ।
ওই কনকনে ভাব শিরশিরেও ছিল এতদিন
হিম স্রোত নেমেছে শিরঃদাড়া বেয়ে
আতঙ্ক প্রতিপদ নতুন মুখোশে
ত্রস্ত এ জনপদে আমাদের পকেট জিম্মি অনুক্ষণ
ধাতব ঝনাৎকারে, পরোক্ষ তত্ত্বাবধানে।
আমাদের ধনচুরি অট্টালিকা
হো হো হেসে গ্যাছে প্রতিদিন,
নতুন টিটকারিতে
অথচ সে ভবনে আমাদের প্রবেশাধিকার ছিল না কদাচ
এইক্ষণে এও এক ভিন্ন বিপ্লব।
পলাতক তালিকা খোঁজো
হয়তো উৎফুল্ল হবে
ফুল্লতার আবেশ পাবে এই ভেবে-
পাষাণভার একটু কমল
এইবার খানিকটা দমভরে প্রশ্বাসপাত।
কণ্ঠ তো স্তব্ধ ছিল আগেও
কে কোন অধিকারে প্রতিকার পেয়েছে কবে!
কে কবে উচ্চকিত সচেতনে বদলেছে আচার
এইসব এইভাবে চলেছে প্রতিক্ষণ
আমরা আকুলিপাকুলি মুমুর্ষ হাঁসফাঁসে।
চলুক, যেমনটি চলছে।
এতদিন চলে আসা নয়
যা এখন চলছে।
এইসব প্রয়োজন মানি
বাড় বাড়তে বাড়তে বাড়বাড়ন্ত আগাছায়
প্রাঙ্গন আজ দৃষ্টিকটু খাপছাড়া
জলপাই মালি যদি হয় সমাধান- তাই সই।
ম্যালেরিয়া সারানোই আজ জরুর খুব
জিগরের চোট নিয়ে ভাবাভাবি পরে
কুইনাইন কে সারাবে-
সে ভাবনা শিকেয় রাখি আপাতত
জলপাই মেখে ওম পোহাই হিমেল রোদ্দূরে।।
4 comments:
Omi Bhai,
Marattok kobita hoyeche. Khub bhalo laglo apnar kobita porey...
Thanks!!
আমিও আছি ইউনিকোডে dhushorgodhuli.blogspot.com
উদ্যোগের জন্য ধন্যবাদ আড্ডা ভাই
তাইলে আমরা নওগাঁ যামুই ! সব ঠিকঠাক !
আমি কেমনে পোস্ট করুম!
Post a Comment