এখানে আমরা সবাই সমমনা ব্লগাররা একসাথে আছি বলে এখানে এসে একে অপরের পিঠ চাপড়ে যাচ্ছি। কাঁচা বা কড়া সমালোচনাটা উঠে আসছে না। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ভাষায় যাকে পজিশন এরর বলে। যেহেতু আমরা একে অপরকে জানি, অন্যত্র আমাদের একে অপরের প্রতি একটা সম্মান গড়ে উঠেছে তাই কঠিন কিছু আশা করা যাচ্ছে না।
সামহোয়্যাইনকে এই জায়গায় আমি খুব পছন্দ করি। যেখানে জয় চৌধুরীর মত একজন এসে ঠাস করে বলে যেতে পারে আমার শিক্ষায় সমস্যা, এবং আমি হাসলে বলে আমি বেকুব। গ্রুপ ব্লগিংয়ে এরকমটা হবার নয়। আবার সামহোয়্যারইনের বেয়াড়া কাজকম্ম দেখলে মনে হয় বিকল্প কিছু একটা সত্যিই দরকার।
কি করা যায় বলুনতো?
3 comments:
এই পোস্টটা গ্রুপ ব্লগের কনটেন্টের সাথে যায় কিনা সেটাও প্রশ্নের সম্মুখীন। ডিলিট করতে হলে জানান দিয়েন।
s m mahbub morshed,
আমি নিজে এই উদ্দোগের সাথে জড়িত হয়ে খুবই আনন্দ পাচ্ছি। এটা শুধু সমমনাদের পিঠ চাপড়া চাপড়ি নয়, বরং বিষয়ভিত্তিক লেখার ওয়ান স্টপ ভেনু। দেখি এটা নিয়ে একটা আলাদা লেখা তুলব। ধন্যবাদ।
আমার মনে হয় দুইটাই থাক । দুইটারই দরকার আছে । আর একটা বিষয় হইল যোগাযোগের বিকল্প প্ল্যাটর্ফমেরও প্রয়োজন আছে ।
Post a Comment