বিশ্ববিদ্যালয় সময়ে দেখতাম, ছাত্রদল-ছাত্রলীগ মারামারি খেলা হলেই ছাত্রশিবির কর্তৃপক্ষের সাথে দেনদরবার শুরু করতো ক্যাম্পাস বন্ধ ঘোষনা'র জন্য । বেশীর ভাগ সময়ই তাদের আবদার রক্ষা হতো । হল খালি হয়ে যেতো । দল-লীগের ছেলেপুলে বাড়ী গেলো । শিবিরের ক্যাডারেরা থেকে গেলো মেসে । চলতে থাকলো তাদের সাংগঠনিক গোছগাছ ।
ক'দিন পর ক্যাম্পাস খুললে দেখা গেলো শিবিরের শক্তি বেড়ে গেছে আগেরবারের থেকে ।
এরকম কয়েকবারের 'বন্ধ্যা' সময়ের সুযোগে একসময় ক্যাম্পাসের পুর্ন নিয়ন্ত্রন চলে গেলো তাদের হাতে ।
মনে পড়লো সেই সময় । প্রাসংগিক কিংবা অপ্রাসংগিকভাবে ।
2 comments:
লেখাটার মধ্ধে কেমন যেন একটা ইংগিত পেলাম। কিছুই বলা যায় না। পরে দেখা যাবে জামাতী-রাজাকারদের দখলে গোল... হা হা...
এই ফাঁকে ওদের প্যাকেট কইরা পাকিস্থান দিয়া আসলে হইতো না!
Post a Comment