বাংলাদেশে চলছে নাটকীয় বিচার। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি জনৈক আজম চৌধুরীর নিকট থেকে তিন কোটি চাঁদা নিয়েছেন বলে সামরিক সরকার তাঁর বিরুদ্ধে মামলা করেছে। অবশ্য সামরিক গোয়েন্দা বাহিনীর লোকজনের হাতে মামলাকারী উধাও হন। তারপর মামলা দায়ের করার পর পরই তিনি মু্ক্তি পেয়ে বাড়ী ফেরেন। বর্তমান সামরিক সরকার তাঁর হাঁটুতে নেমে আসা বুদ্ধি দিয়ে এই নাটকীয় মামলায় নেমেছে। এর আইনগত বা প্রামাণিক সত্যতা নিয়ে আইন বিশেষজ্ঞসহ সাধারণ মানুষের মনে যথেস্ট সংশয় ও প্রশ্ন আছে। আজকের চ্যানেল আইনে প্রচারিত আজকের সংবাদপত্রের আলোচনায় অবজার্ভার পত্রিকার সম্পাদক সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আলোচনার ভিডিওটি এখানে দেখুন:
No comments:
Post a Comment