Saturday, September 8, 2007

বাহিনী দরকার কাদের জন্যে?

বাহিনী দরকার কাদের জন্যে?

অভিজিৎ রায়
সৌজন্যে: Muktomona

বাহিনী দরকার কাদের জন্যে, কাদের জন্যে?
স্বার্থ দূর্গ রক্ষা করা হবে জন অরন্যে।
আহা ... কাদের স্বার্থ কাদের দুর্গ, জন অরন্যে?
যাদের হাতে সব কলকাঠি ধরা তাদের জন্যে।

সীমান্তে যদি হানা দিতে চায় বিদেশী শক্তি
বাঁচাতে হবে দেশ, দেশের ইজ্জত, স্বদেশ ভক্তি।
আহা... কাদের ইজ্জত, কাদের দেশ আহা কাদের দুর্গ?
যাদের হাতে সব কলকাঠি ধরা এবং খড়্গ।

বলে মালিত ভান্ডার, লুটিত গন্ডার, কাদের ভান্ডার
যারা সৈন্য সেজে যাবে জান দিতে, বলে – “হাই কমান্ডার”।

নিজের এলাকায় যদি কারোর পায় ক্ষিদে ও তেষ্টা
যদি কিছু লোক ভীষণ রেগে গিয়ে চ্যাঁচায় শেষটা
যদি তারা দেয় ভীষণ নাড়া ধরে ভিত্তি-প্রাসাদের -
যদি তারা চায় হিসেব বুঝে নিতে রাজা ও প্রজাদের।
যদি তারা বলে এবার খেতে দাও, দু হাতে কাজ দাও -
যদি তারা বলে লুটের যুগ শেষ, কৈফিয়ত দাও।

এহেন চ্যাঁচামেচি দেখা দিলে হবে ভীষণ বিভ্রাট
ভীষণ অসুবিধে হবে তাদের যারা আছেন সম্রাট।
ওপরওয়ালাদের স্বার্থ রাখতেই বাহিনী দরকার
শোষিতদের ভিট করে দিয়ে বাঁচে শোষক সরকার।
শোষক স্বার্থ রক্ষা পায় সেনাবাহিনী থাকলে
প্রতিবাদীর দাবী স্তব্ধ করা যায় সৈন্য থাকলে।

Read the rest of the article from Muktomona

No comments: