Thursday, August 23, 2007

Who are the Evils?


CTG Chief has addressed the nation tonight. He accused the evil power for this unrest. Government has issued curfew in the city areas. Listen this news coverage from BBC Bangla:

বিবিসি বাংলা বিভাগের আজকের সন্ধ্যার খবর আপনাদের জন্য তুলে দিলাম। সামরিক বাহিনীর লেখা চার মিনিটের বক্তৃতায় ফফরুদ্দীন দায়ী করলেন অপশক্তিকে। এই অপশক্তি যে সামরিক বাহিনী তা বলতে তিনি ভুলে গেলেন। ব্যরিস্টার মঈনুল বললেন, ছাত্ররা বাইরের পয়সা আর ইন্ধন পেয়ে নৈরাজ্য সৃস্টি করেছে। সন্ধ্যা আটটায় সান্ধ্যআইন জারি করে সরকার ছাত্র-জনতাকে শাস্তি ও ভোগান্তির মুখে ঠেলে দিল। স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ ব্যাপারে বিবিসির সাংবাদিককে কোন সদুত্তর দিতে পারেননি। মোবাইল ফোন বন্ধ করে দিয়ে ঘরে ফেরা লাখো পরিবারের বাবা মাকে দুশ্চিন্তা ও যন্ত্রণার মধ্যে ফেলল। লাখো লাখো ঘর ফেরা মানুষের ভোগান্তি ভাষায় বর্ণনা করা যাবে না। জেনারেল মঈন, "আজকের সমস্যার জন্য দায়ী সামরিক বাহিনী"। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্যই এর সূত্রপাত। আর এর ছুতো ধরে ক্ষমতার তখতে বসার স্বপ্ন দেখলে ভুল হবে। বাংলাদেশ বার্মা হবে না, হবে না পাকিস্তান। দু:খিত। তবে দেশের উপর চেপে থাকা সামরিক বোঝা এবার নামাতে হবে এ কথা সকালের আলোর মতো স্পস্ট হয়ে উঠছে আমাদের সকলের কাছে।

তাহলে শুনুন বিবিসি'র ২৪ মিনিটের নিউজ আপডেট। প্রচারিত হয়েছে ২২ তারিখ সন্ধ্যার পরিক্রমায়।
Get this widget Share Track details

No comments: