Tuesday, August 21, 2007

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশী হামলার প্রতিবাদ জানাই


যে কোন পরিস্থিতিতেই ঢাকা বিশ্ববিদ্যায়ে বর্বর পুলিশী হামলার নিন্দা জানাই , প্রতিবাদ জানাই। যখন সেপাইয়ের বর্ম ভেদ করে ত্রসরেণু রুপী আন্দোলন ঢুকতে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান হয় আক্রান্ত। দেশব্যাপী বন্যা মোকাবেলায়, ডায়রিয়া মোকাবিলায় যখন প্রয়োজন সদাজাগ্রত শিক্ষার্থীদের তখনই এহেন ঘৃণ্য কাজের প্রতি নিন্দা জানাই।

তীব্র এবং স্পষ্ট ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কে ফায়েজ এর নিন্দা প্রকাশের প্রেস কনফারেন্স দেখতে চাই। প্রো-ভি সি ইউসুফ হায়দারের নয়। প্রো- ভি সি কে দিয়ে নিন্দা প্রকাশ, মূক সমর্থনেরই নামান্তর। যদিও ভিসি এখন দেশে নেই, কিন্তু তার বলিষ্ঠ প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাক্যাম্প প্রত্যাহার ভিসি হিসেবে তার যোগ্যতা এবং যৌক্তিকতা প্রমাণ করতে পারে।

গর্জে উঠুক ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকবার।

1 comment:

Addabaj said...

আমরা তীব্র প্রতিবাদ জানাই এই জঘণ্য আক্রমণের বিরুদ্ধে। সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যাও।